প্রয়োজন… প্রিয়জন কিছুই না আমি…
এ জীবন মূল্যহীন তুচ্ছ কম দামী।
প্রিয়জন… প্রয়োজন খুজিঁ একা একা…
পাশাপাশি কাছাকাছি কিছুকাল থাকা।
প্রভু একা আমি একা-একা প্রাণমাঝি…
আমি আর মাঝি-জীবনের মাঝামাঝি।
প্রয়োজন নাকি প্রিয়জন বুঝি না আমি
ভালোবাসা ছাড়া জানি- সব কম দামি।
অপমান অবহেলা নত মুখে সই…
হাসি কাঁদি-ঘুরি ফিরি মওে বেঁচে রই।
সুখে-দুঃখে প্রিয়জন কত প্রয়োজন?
প্রয়োজন… প্রিয়জন কে’কার স্বজন।

প্রয়োজন… প্রিয়জন
প্রয়োজন… প্রিয়জন কিছুই না আমি…
এ জীবন মূল্যহীন তুচ্ছ কম দামী।
প্রিয়জন… প্রয়োজন খুজিঁ একা একা…
পাশাপাশি কাছাকাছি কিছুকাল থাকা।
প্রভু একা আমি একা-একা প্রাণমাঝি…
আমি আর মাঝি-জীবনের মাঝামাঝি।
প্রয়োজন নাকি প্রিয়জন বুঝি না আমি
ভালোবাসা ছাড়া জানি- সব কম দামি।
অপমান অবহেলা নত মুখে সই…
হাসি কাঁদি-ঘুরি ফিরি মওে বেঁচে রই।
সুখে-দুঃখে প্রিয়জন কত প্রয়োজন?
প্রয়োজন… প্রিয়জন কে’কার স্বজন।