প্রয়োজন… প্রিয়জন

প্রয়োজন… প্রিয়জন কিছুই না আমি…
এ জীবন মূল্যহীন তুচ্ছ কম দামী।
প্রিয়জন… প্রয়োজন খুজিঁ একা একা…
পাশাপাশি কাছাকাছি কিছুকাল থাকা।
প্রভু একা আমি একা-একা প্রাণমাঝি…
আমি আর মাঝি-জীবনের মাঝামাঝি।
প্রয়োজন নাকি প্রিয়জন বুঝি না আমি
ভালোবাসা ছাড়া জানি- সব কম দামি।
অপমান অবহেলা নত মুখে সই…
হাসি কাঁদি-ঘুরি ফিরি মওে বেঁচে রই।
সুখে-দুঃখে প্রিয়জন কত প্রয়োজন?
প্রয়োজন… প্রিয়জন কে’কার স্বজন।

এ বিভাগের আরও পোস্ট

নতুন বছরের আগমন

এ. এম. মহিউদ্দিন সরকার

জলের গল্প

শামিম্ বিন হারুন ভূইয়া

নারী

কাজী বরুন নাহার রিমি

নাত ই রাসুল

বাছিত ইবনে হাবীব

কোরবানি

মাসুদার রহমান মাসুদ

সংগীত সম্ভার

বাছিত ইবনে হাবীব

বন্যা নামের ভূতটি বোধ হয়

বাছিত ইবনে হাবীব

বৃষ্টি এবার বিশ্রামে যাও

বাছিত ইবনে হাবীব

অথৈজলে ডুবলো সিলেট

আহমদ আল মনজুর

বানের জলের নখর থেকে

বাছিত ইবনে হাবীব