সাহিত্য বৈচিত্ত্য ওয়েব সাইটে রূপান্তরিত
“অসীম পুলকে, সাহিত্য চলকে” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২০ সালের ১৬ই ডিসেম্বর দিবাগত রাতে অনলাইন সাময়িকী “সাহিত্য বৈচিত্ত্য” ই-ম্যাগাজিনের যাত্রা শুরু হয়। সাহিত্য বৈচিত্ত্য ওয়েব সাইটের মাধ্যমে পরিচালনা করার ইচ্ছা থাকলেও সূচনালগ্নে বিভিন্ন প্রতিকূলতায় তা বাস্তবায়ন করা যায় নি। তখন জনপ্রিয়সোমাজিক যোগাযোগ মাধ্যম “ফেইসবুক” পেজে অনাড়ম্বর ভাবে কার্যক্রম পরিচালিত হয়।
সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা, নভিন কুমার জিন্দাল কর্তৃক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আ’লাইহী ওয়া সাল্লাম ও উম্মুল মু’মীনিন হযরত আয়শা রা.’কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ স্বরূপ সাহিত্য বৈচিত্ত্যের “নিন্দাজ্ঞাপক বিশেষ ক্রোড়পত্র” প্রকাশের মধ্য দিয়ে গত ০৩ জুলাই ২০২২ ইং রবিবার দিবাগত রাতে “সাহিত্য বৈচিত্ত্য” ওয়েব সাইটে রূপান্তরিত হয়। খোদার দরবারে সহস্র-কোটি বার শুকরিয়া আদায় করছি; আলহামদুলিল্লাহ! এখন থেকে সাহিত্য বৈচিত্ত্যের যাবতীয় কার্যক্রম ওয়েব সাইটের মাধ্যমে পরিচালিত হবে।