কুয়াশার মেঘ

কুয়াশার চাদরে ঢাকা চারপাশ,
চারদিকিে সুনসান অন্ধকার-নীরবতা,
কোথাও কউে নইে,
ছাদরে ঠকি মাঝখানটায় বসে একা
দৃষ্টতিে আকাশরে দকিে তাকয়িে আছি
আকাশে সহস্র তারার জোনাকি জ্বলছে
আলোক বন্দিু গুলো যনে অন্ধকাররে ফুল ।
তারাগুলো সগৌরবে জ্বলছে
কন্তিু কোথাও এক টুকরো মঘে নইে,
তখন বুঝছেি !
আকাশটা তোমার,
আর মঘেরো তোমার আকাশে জ্বলে থাকা তারাদরে আড়াল করতে চায়নি
তাইতো কুয়াশা হয়ে আমার পৃথবিী শীতল থকেে শীতলতর করে চলছে ।

এ বিভাগের আরও পোস্ট

নতুন বছরের আগমন

এ. এম. মহিউদ্দিন সরকার

জলের গল্প

শামিম্ বিন হারুন ভূইয়া

নারী

কাজী বরুন নাহার রিমি

নাত ই রাসুল

বাছিত ইবনে হাবীব

কোরবানি

মাসুদার রহমান মাসুদ

সংগীত সম্ভার

বাছিত ইবনে হাবীব

বন্যা নামের ভূতটি বোধ হয়

বাছিত ইবনে হাবীব

বৃষ্টি এবার বিশ্রামে যাও

বাছিত ইবনে হাবীব

অথৈজলে ডুবলো সিলেট

আহমদ আল মনজুর

বানের জলের নখর থেকে

বাছিত ইবনে হাবীব