ইসলামের অন্যতম বিধান
জ্বিলহজ্জ মাসের কোরবানি,
সামর্থ্যবান মুসলিমদের জন্য
তা পালন করা জরুরী ৷
কোরবানি এমন একটি বিধান
যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য,
সেক্ষেত্রে অন্তরের নিয়্যাতকে
রাখিতে হবে পরিশুদ্ধ,
নিয়্যাত পরিশুদ্ধ না হলে
কোরবানি হবেনা,
গোস্ত মাংস ভক্ষণ হবে
আল্লাহর সন্তুষ্টি কিছুতে মিলবেনা ৷
যতই করো কোটি টাকার কোরবানি
যতই করো গরীবের মাঝে
কোরবানির মাংস বিতরণী,
নিয়্যাতের মাঝে যদি থাকে গরমিল
কোটি টাকার কোরবানি হয়ে যাবে বিলীন ৷