নারী কেন তুমি এতো বোকা?
তাইতো এই পুরুষ সমাজ দেয় তোমাকে ধোকা।
নারী কেন তুমি এতো সরল?
এই জন্যই তো তুমি অন্যের হাতের পুতুল।
নারী কেন তুমি এতো দুর্বলা?
এই কারনেই পুরুষতান্ত্রিক সমাজ তোমাকে বলে অবলা।
নারী কেন তুমি নও সাহসী?
সে জন্যই তো তুমি অন্যের ভোগবিলাসী।
চুপ করে থেক না, জাগো নারী, জাগো না,
নারী, তুমি তো স্রষ্টার অপরুপ সৃষ্টি,মনুষ্য চেতনা।
নারী
নারী কেন তুমি এতো বোকা?
তাইতো এই পুরুষ সমাজ দেয় তোমাকে ধোকা।
নারী কেন তুমি এতো সরল?
এই জন্যই তো তুমি অন্যের হাতের পুতুল।
নারী কেন তুমি এতো দুর্বলা?
এই কারনেই পুরুষতান্ত্রিক সমাজ তোমাকে বলে অবলা।
নারী কেন তুমি নও সাহসী?
সে জন্যই তো তুমি অন্যের ভোগবিলাসী।
চুপ করে থেক না, জাগো নারী, জাগো না,
নারী, তুমি তো স্রষ্টার অপরুপ সৃষ্টি,মনুষ্য চেতনা।