বৃষ্টি এবার বিশ্রামে যাও
রোদেরা মেলুক ডানা
তোমার থাবায় ভয় পেয়েছে
ডাকাত পুলিশ থানা।
রুদ্র এবার বৃষ্টিকে দাও
মোটা দাগের ধমক
বৃষ্টি যেন আৎকে ওঠে
দেখে তোমার চমক।
আমরা চাই তোমরা আসো
হেসে খেলে থাকো
জেগে উঠুক বাগ বাগিচা
হাজার কোটি লাখো।
মেহমানের কদর পেয়ে
তোমরা আসো যাও
নিয়ম নীতি মেনে চলে
হৃষ্টপুষ্ট থাকো।
সকাল ৯:১২,শনিবার
০২ জুলাই ২০২২
শাহজালাল উপশহর, সিলেট।