বৃষ্টি এবার বিশ্রামে যাও

বৃষ্টি এবার বিশ্রামে যাও
রোদেরা মেলুক ডানা
তোমার থাবায় ভয় পেয়েছে
ডাকাত পুলিশ থানা।

রুদ্র এবার বৃষ্টিকে দাও
মোটা দাগের ধমক
বৃষ্টি যেন আৎকে ওঠে
দেখে তোমার চমক।

আমরা চাই তোমরা আসো
হেসে খেলে থাকো
জেগে উঠুক বাগ বাগিচা
হাজার কোটি লাখো।

মেহমানের কদর পেয়ে
তোমরা আসো যাও
নিয়ম নীতি মেনে চলে
হৃষ্টপুষ্ট থাকো।

সকাল ৯:১২,শনিবার
০২ জুলাই ২০২২
শাহজালাল উপশহর, সিলেট।

এ বিভাগের আরও পোস্ট

নতুন বছরের আগমন

এ. এম. মহিউদ্দিন সরকার

জলের গল্প

শামিম্ বিন হারুন ভূইয়া

নারী

কাজী বরুন নাহার রিমি

নাত ই রাসুল

বাছিত ইবনে হাবীব

কোরবানি

মাসুদার রহমান মাসুদ

সংগীত সম্ভার

বাছিত ইবনে হাবীব

বন্যা নামের ভূতটি বোধ হয়

বাছিত ইবনে হাবীব

অথৈজলে ডুবলো সিলেট

আহমদ আল মনজুর

বানের জলের নখর থেকে

বাছিত ইবনে হাবীব

প্রয়োজন… প্রিয়জন

হাসান ইব্রাহীম