ওগো রাসুলে খোদা
এ কোন্ সুরের যাদু দিলে হৃদয় তারে
যখন এ জগৎ ছিল অন্ধকারে
আলোর বৃষ্টিপাত হলো কালো সংসারে
এ কোন্ সুরের যাদু দিলে হৃদয় তারে।
ঈমানের তাজা বীজ হলো রোপন
বিশ্বাসী অন্তরে দ্বীনের কূপন
আকাশ থেকে নেমে সাগর পারে
এ কোন্ সুরের যাদু দিলে হৃদয় তারে।
ওগো রাসুলে খোদা
তোমার স্বপ্নের আলোক বাগান
জংগল থেকে আজ দ্বীনের উদ্যান
এ সত্য স্বীকার না করে কে পারে?
এ কোন্ সুরের যাদু দিলে হৃদয় তারে।