নারী

নারী কেন তুমি এতো বোকা?
তাইতো এই পুরুষ সমাজ দেয় তোমাকে ধোকা।
নারী কেন তুমি এতো সরল?
এই জন্যই তো তুমি অন্যের হাতের পুতুল।
নারী কেন তুমি এতো দুর্বলা?
এই কারনেই পুরুষতান্ত্রিক সমাজ তোমাকে বলে অবলা।
নারী কেন তুমি নও সাহসী?
সে জন্যই তো তুমি অন্যের ভোগবিলাসী।
চুপ করে থেক না, জাগো নারী, জাগো না,
নারী, তুমি তো স্রষ্টার অপরুপ সৃষ্টি,মনুষ্য চেতনা।

এ বিভাগের আরও পোস্ট

নতুন বছরের আগমন

এ. এম. মহিউদ্দিন সরকার

জলের গল্প

শামিম্ বিন হারুন ভূইয়া

নাত ই রাসুল

বাছিত ইবনে হাবীব

কোরবানি

মাসুদার রহমান মাসুদ

সংগীত সম্ভার

বাছিত ইবনে হাবীব

বন্যা নামের ভূতটি বোধ হয়

বাছিত ইবনে হাবীব

বৃষ্টি এবার বিশ্রামে যাও

বাছিত ইবনে হাবীব

অথৈজলে ডুবলো সিলেট

আহমদ আল মনজুর

বানের জলের নখর থেকে

বাছিত ইবনে হাবীব

প্রয়োজন… প্রিয়জন

হাসান ইব্রাহীম