সম্পাদকীয়
১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে আমরা লাল সবুজের পতাকার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি। বাঙালি জাতির জীবনে স্বাধীনতা পরবর্তী বিজয় দিবসের গুরুত্ব অনন্য ও অসাধারণ; নতুন প্রত্যয় ও প্রতিজ্ঞার দিন। যে সকল মহান শহীদেরা সবার স্বাধীনতার জন্য নিশ্চিত – সুন্দর জীবনের জন্য যে আত্মত্যাগ – স্বীকার করে গেছেন, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
সকলকে সাহিত্য বৈচিত্ত্যের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ, আমরা “সাহিত্য বৈচিত্ত্য” অনলাইন সাময়িকীর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে “বিশেষ সংখ্যা” প্রকাশ করতে পেরে রোমাঞ্চিত; আলহামদুলিল্লাহ।
২০২১ সাল থেকে এখন পর্যন্ত সাহিত্য বৈচিত্ত্যের একটি অভিনব যাত্রা হয়েছে। যারা হয়তো সাহিত্য বৈচিত্ত্যের সাথে পরিচিত নন তাদের জন্য, “সাহিত্য বৈচিত্ত্য” হলো একটি ডিজিটাল সাহিত্য চর্চার বিশেষীকৃত ও অনন্য প্ল্যাটফর্ম। এটি ঢাকা থেকে প্রকাশিত সাহিত্য ভিত্তিক একটি অনলাইন সাময়িকী।
আরো আট-দশটা সাহিত্য সাময়িকী থেকে আলাদা হিসেবে চিহ্নিত করে এমন একটি বিষয় হল, মননশীল নবীন সাহিত্য প্রেমীদের অনলাইনে সাহিত্য চর্চার পথকে সুগম করা। বৈচিত্ত্য নবীন সাহিত্যিকদের জন্য উন্মুক্ত।
বৈচিত্ত্য তার পথচলায় নবীন – প্রবীণ লেখক ও পাঠকের প্রশংসা পেয়েছে। দীর্ঘ তিন বছরে বৈচিত্ত্য স্বীয় পরিচয় প্রতিষ্ঠা করেছে।
আমরা বৈচিত্ত্য পরিবারের পক্ষ থেকে বিগত ও চলমান বছরের সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষত বিশেষ সংখ্যায় যারা লেখা পাঠিয়ে সহযোগিতা করেছেন সকলের প্রতি আমরা চির কৃতজ্ঞ। বৈচিত্ত্যের পথচলায় আপনাদেরকে পাশে পেয়ে আমরা গর্বিত এবং বৈচিত্ত্যে অবদান রাখার জন্য কৃতজ্ঞ।
আগামী দিনে বৈচিত্ত্যের বৈচিত্র্যময় অগ্রযাত্রায় পাশে থেকে আমাদেরকে উচ্ছ্বসিত করবেন এই প্রত্যাশা। সাহিত্য বৈচিত্ত্য অনলাইন সাময়িকীকে অব্যাহত সমর্থন করে সাথে থাকুন এবং অনলাইনে সাহিত্য চর্চার ক্রমাগত বিকাশে অংশ নিন।
সকলকে সাহিত্য বৈচিত্ত্যের বর্ষপূর্তি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।