নতুন বছরের আগমন

নতুন বছর রাঙ্গিয়ে দিবে
প্রাপ্তি সুখের উল্লাসে,
পুরাতন কে বিদায় জানাই
বুক বেধে এই আশে।

ঐ আকাশে তারার ঝলক
দেখতে সবার লাগে ভালো,
নতুন বছরের আগমনে..
মোদের হৃদয় করবে আলো।

নতুন বছর বয়ে আনুক,
সফলতা আর সুখ।
বছর শেষে গর্বে যেন,,
ভরে উঠে সকলের বুক।

ছিলো যত ভুল ত্রুটি,
ঝাড়িয়ে ফেলার এই সময় ।
নতুন দিনের নতুন স্বপ্ন,,
করতে হবে নতুন বিজয়।

ধুয়ে-মুছে যাক মত,
ক্লান্তি-গ্লানি আর বেদনা
নতুন বছর আসছে আবার
সবাই কে জানাই শুভ কামনা ।

এ বিভাগের আরও পোস্ট

জলের গল্প

শামিম্ বিন হারুন ভূইয়া

নারী

কাজী বরুন নাহার রিমি

নাত ই রাসুল

বাছিত ইবনে হাবীব

কোরবানি

মাসুদার রহমান মাসুদ

সংগীত সম্ভার

বাছিত ইবনে হাবীব

বন্যা নামের ভূতটি বোধ হয়

বাছিত ইবনে হাবীব

বৃষ্টি এবার বিশ্রামে যাও

বাছিত ইবনে হাবীব

অথৈজলে ডুবলো সিলেট

আহমদ আল মনজুর

বানের জলের নখর থেকে

বাছিত ইবনে হাবীব

প্রয়োজন… প্রিয়জন

হাসান ইব্রাহীম