নতুন বছর রাঙ্গিয়ে দিবে
প্রাপ্তি সুখের উল্লাসে,
পুরাতন কে বিদায় জানাই
বুক বেধে এই আশে।
ঐ আকাশে তারার ঝলক
দেখতে সবার লাগে ভালো,
নতুন বছরের আগমনে..
মোদের হৃদয় করবে আলো।
নতুন বছর বয়ে আনুক,
সফলতা আর সুখ।
বছর শেষে গর্বে যেন,,
ভরে উঠে সকলের বুক।
ছিলো যত ভুল ত্রুটি,
ঝাড়িয়ে ফেলার এই সময় ।
নতুন দিনের নতুন স্বপ্ন,,
করতে হবে নতুন বিজয়।
ধুয়ে-মুছে যাক মত,
ক্লান্তি-গ্লানি আর বেদনা
নতুন বছর আসছে আবার
সবাই কে জানাই শুভ কামনা ।