চারিদিকে হাহাকার
কে শুনে কার ডাক
অথৈজলে ডুবলো সিলেট
বিশ্ব দেখে অবাক।
দেশবিদেশের সবাই এসে
তাদের পাশে দাঁড়ায়
মানবতার মানুষ গুলোর
হৃদয়ে ভিত নাড়ায়।
জীবনবাজি রেখে এলো
দিলো সবাই ত্রাণ
মানবতার এমন সেবায়
বাঁচলো সবার প্রাণ।
চারিদিকে হাহাকার
কে শুনে কার ডাক
অথৈজলে ডুবলো সিলেট
বিশ্ব দেখে অবাক।
দেশবিদেশের সবাই এসে
তাদের পাশে দাঁড়ায়
মানবতার মানুষ গুলোর
হৃদয়ে ভিত নাড়ায়।
জীবনবাজি রেখে এলো
দিলো সবাই ত্রাণ
মানবতার এমন সেবায়
বাঁচলো সবার প্রাণ।