কোরবানি

ইসলামের অন্যতম বিধান
জ্বিলহজ্জ মাসের কোরবানি,
সামর্থ্যবান মুসলিমদের জন্য
তা পালন করা জরুরী ৷

কোরবানি এমন একটি বিধান
যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য,
সেক্ষেত্রে অন্তরের নিয়্যাতকে
রাখিতে হবে পরিশুদ্ধ,
নিয়্যাত পরিশুদ্ধ না হলে
কোরবানি হবেনা,
গোস্ত মাংস ভক্ষণ হবে
আল্লাহর সন্তুষ্টি কিছুতে মিলবেনা ৷

যতই করো কোটি টাকার কোরবানি
যতই করো গরীবের মাঝে
কোরবানির মাংস বিতরণী,
নিয়্যাতের মাঝে যদি থাকে গরমিল
কোটি টাকার কোরবানি হয়ে যাবে বিলীন ৷

এ বিভাগের আরও পোস্ট

নতুন বছরের আগমন

এ. এম. মহিউদ্দিন সরকার

জলের গল্প

শামিম্ বিন হারুন ভূইয়া

নারী

কাজী বরুন নাহার রিমি

নাত ই রাসুল

বাছিত ইবনে হাবীব

সংগীত সম্ভার

বাছিত ইবনে হাবীব

বন্যা নামের ভূতটি বোধ হয়

বাছিত ইবনে হাবীব

বৃষ্টি এবার বিশ্রামে যাও

বাছিত ইবনে হাবীব

অথৈজলে ডুবলো সিলেট

আহমদ আল মনজুর

বানের জলের নখর থেকে

বাছিত ইবনে হাবীব

প্রয়োজন… প্রিয়জন

হাসান ইব্রাহীম