বন্যা নামের ভূতটি বোধ হয় কেড়েছে বিদ্যুৎ
একটু কড়া যখনই আজ হয়েছে বর্ষা রোদ।
একটু আধটু ভাঙ্গা ছিল যেসব রাস্তা ঘাট
এখন তারা হার মেনেছে যেন খাল-গোপাট!
ভাংগা আর ময়লা মিলে সড়কগুলো নষ্ট
বেড়ে গেছে বহু গুণে সাধারণের কষ্ট।
গাউগল্লির কাঁচা বাড়ি লাগবে মেরামত
খেয়াল করো উচ্চ পদের কুতুব, কেরামত।
বন্যা আরো আসতে পারে ভয়াবহ বন্যা
খেয়াল করো দেশদরদী বঙ্গবন্ধু কন্যা।
সাবাস তোমায় শেষ করেছ পদ্মাসেতুর কাজ
এখন দেখি বন্ধ করো দুর্নীতির আওয়াজ।
দেশটা চির মুক্তি পাক দারিদ্র পাশ থেকে
ইতিহাসের অমর পাতায় নামটি যাওগো লেখে।