কেউ দিয়ে যায় মিষ্টি কন্ঠ
কেউ দিয়ে যায় মিষ্টিকন্ঠ কেউ দিয়ে যায় ভাষা
কেউ দিয়ে যায় সত্যভাষণ কেউ দিয়ে যায় আশা
দিয়ে যাবার সাধ নিয়েও সবাই দিতে পারে না
নিয়ে যাবার স্বপ্নঘোরে কাঁদে ভালোবাসা
কেউ দিয়ে যায় মিষ্টি কন্ঠ..
কেউ রেখে যায় সোহাগ স্মৃতি কেউ বাঁচিয়ে আশা
কেউ রেখে যায় সুখের স্মৃতি নীল সাগরে ভাসা
কারো থাকে প্রেম ও প্রীতি জীবন নদী ঠাসা
কারো জীবন নড়বড়ে এক চড়ুই পাখির বাসা
কেউ দিয়ে যায় সবটুকু তার উজাড় করা দান
কেউ দিয়ে যায় জীবন তাদের কেউ দিয়ে যায় প্রাণ
কারো জীবন পৃথিবীতে অশ্রুজলে ভাসা
কেউ দিয়ে যায় মিষ্টি কন্ঠ…